পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ ৬ নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ই আগস্ট) পৌরসভার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ চত্বর থেকে ভোর সাড়ে পাঁচটার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজগর(৫৮), মাওলানা আব্দুর রহিম(৬০), আব্দুল আজিজ(৬৫), ইসমাইল হোসেন(৪২), আফসার আলী (৫৫) ও আল আমিন(৩৫)।
পুলিশ জানায়, উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ এসব নেতা-কমীরা গোপনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবী জানাযাসহ সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক মিটিং করছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।