পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেন। ১৫ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, সহকারি কমিশনার (ভূমি) তানজিনা খাতুন, ভাইস চেয়ারম্যান ইসহাক আলি মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীনসহ কর্মকর্তারা। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম ও পৌর মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ চাটমোহর উপজেলা ও পৌর শাখা, সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।