বিপন্ন পরিবেশ রক্ষায় সবুজ বনায়ন গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক হান্ডিয়াল শাখার উদ্যোগে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় চাটমোহর উপজেলা হান্ডিয়াল গ্রামীণ ব্যাংক প্রাঙ্গনে গ্রামীণ ব্যাংককের সকল দসদ্যদের মাঝে এ চারা বিতরণ করা হয়। আম, পেয়ারা ও মেহগনি গাছের ১০ হাজার ৫০০টি চারা সদস্যদের মাঝে বিতরণ করেন গ্রামীণ ব্যাংক হান্ডিয়াল শাখা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার মোঃ ফজলুল হক সহ কেন্দ্র ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম, মোঃ রজব আলী, মোঃ রাসেল আহমেদ ও সদস্যবৃন্দ।
গ্রামীণ ব্যাংক হান্ডিয়াল শাখা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম বলেন, দেশের পরিবেশ রক্ষা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ এলাকায় পর্যায়ক্রমে ১ লক্ষ ৫০ হাজার গাছের চারা বিতরণ করা হবে।