মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

বেনাপোলে ভারতীয় প্রসাধনী সহ ১জন চোরাকারবারী ও ৯জন পলাতক আসামী গ্রেফতার

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

যশোরের বেনাপোলে পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সহ একজন চোরাকারবারি ও ৯ জন পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহম্পতিবার দুপুরে গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতার আসামীরা হলেন, মোঃ বায়েজিদ হোসেন (৩৫), পিতা-মৃত নুর উদ্দিন, সাং-শাখারীপোতা (প্রাইমারী স্কুলের উত্তর পাশে), ২। মোঃ বরকত গাজী (৫০), পিতা-মৃত আফছার আলী, সাং-গাতিপাড়া (মধ্যপাড়া), ৩। মোঃ মহিউদ্দীন ইসলাম ৥ রমজান, পিতা-মৃত ছয়দুল ইসলাম, সাং-বাহাদুরপুর পশ্চিমপাড়া, ৪। উজ্জল হোসেন (৩৬), পিতা-সুলতান হোসেন, সাং-শাখারীপোতা পশ্চিমপাড়া, ৫। মোঃ আমির হোসেন (১৭), পিতা-গিয়াস উদ্দিন শিকদার, সাং-ভবেরবেড় (পশ্চিমপাড়া), ৬।মোঃ হৃদয় হোসেন (১৯), পিতা-মোহাম্মদ আলী, সাং-পাটবাড়ী, মাঠপাড়া, ৭। মোঃ আলমগীর (২৮), পিতা-আবু বক্কর সিদ্দিক ৥ বাক্কা, সাং-বেনাপোল পাটবাড়ী, ৮। মোঃ আল আমিন (১৪), পিতা-মোঃ আবু বক্কর, সাং-ভবেরবেড়, ৯। দীন ইসলাম (৬৫), পিতা-মৃত মতলেব, মাতা-মোছাঃ মোমেনা খাতুন, গ্রাম- দক্ষিন কাগজপুকুর।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সকালে বড়আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের “অভি ভ্যারাইটিজ স্টোর” এর সামনে পাঁকা রাস্তার উপর হতে ২ লক্ষ ৮১ হাজার ৪০০ টাকা মুল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। এসময় লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের মৃত বারিক বিশ্বাস এর ছেলে মো. আদর আলী বিশ্বাস (৪২) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাত থেকে সকাল পর্যন্ত থানাধীন বিভিন্ন এলকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৯জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর