রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উদযাপন 

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ণ

জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স বলেন, বাদপড়া আদিবাসী জাতিগোষ্ঠীকে গেজেট অন্তর্ভুক্ত করতে হবে, সরকারি চাকরিতে আদিবাসীদেন কোঠা নিশ্চিত করন এবং উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোঠা বাস্তবায়ন, গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার সুষ্ঠু বিচার,
জাতীয় সংসদের আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ দিতে হবে, সারা দেশে আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ,  অপহরণ,  জমি জবরদখল, মিথ্যামামলা, লুটপাট  পুলিশ হয়রানি আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভুমি অফিসের ঘুষ দূর্ণীনি বন্ধ করার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি  উপরোক্ত একথা গুলো বলেন।
‘আন্তনিয়ন্ত্রনাধিকার প্রতিষ্ঠান আন্দোলনে আদিবাসী তরুণরাই মুল শক্তি ‘ এই স্লোগান গানকে সামনে রেখে ৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস পাবনার আটঘরিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
এদিবসটি উপলক্ষে বুধবার( ৯ আগষ্ট)  সকালে জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার আয়োজনে খিদিরপুর বাজারে একটি র্্যালী বের করা হয়। রর্্যালিটি খিদিরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খিদিরপুর ডাঙ্গা পাড়া সমাজ উন্নয়ন সংস্থার নিজ কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শ্রী নিখিল চন্দ্র বাগদি।  সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র ভুইমালিক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আদিবাসী পরিষদ কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আদিবাসী পরিষদ কমিটির সাধারণ সম্পাদক চন্ডকুমার বাগদি,  উপজেলা জাতীয়  আদিবাসী পরিষদের সিনিয়র সহসভাপতি অজিত কুমার বানিয়ার্স, সাংগঠনিক সম্পাদক লতা রানি প্রমুখ।
নরেশ চন্দ্র সরকার,  প্রভাত সরকার সহ উক্ত সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর