ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দিনেশ চন্দ্ৰ (২৭)নামে এক মাদক বযবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ আগষ্ট) রুহিয়া থানাধীন ২১ নং ঢোলার হাট ইউনিয়নে শিমুলতলী সুখ ব্রীজ থেকে তাকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। মাদক ব্যবসায়ী দিনেশ চন্দ্র আকচা ইউনিয়নে বড়ধাম এলাকার মৃত পটল বর্মনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ৬আগষ্ট(রবিবার)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা’র নির্দেশনায় উপ-পরিদর্শক আবু হানিফ মন্ডল সহ সঙ্গীয় ফোর্স রুহিয়া থানাধীন ২১ নং ঢোলার হাট ইউনিয়নে শিমুলতলী সুখ ব্রীজ বানিয়াপাড়া কাঁচা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিলেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে মাদক ব্যবসায়ী দিনেশ চন্দ্রকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ী দিনেশ চন্দ্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।