জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপল¶ে সলপ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ আগস্ট শুক্রবার উল্লাপাড়া উপজেলার নলসোন্ধা উচ্চ বিদ্যালয় মাঠে ছিল এই আয়োজন।
স্মরণসভায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সাবেক সংসদ সদস্য উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, মাহবুব সরোয়ার বকুল, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহম্মেদ এলান।
সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও ছিলেন– আলহাজ্ব জাহিদুল ইসলাম, মোখলেসুর রহমান ডাবলু, মো. মজনু মিয়া, শফিউল আলম হ্যাভেন সহ আওয়াামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু।