রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

ই-পেপার

গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩, ৩:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন “গ্রিন পিস বাংলা” পাবনা জেলা শাখার উদ্যোগে জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ীস্থ মনোয়ারা হালিম কাব্যকুঞ্জের আঙ্গিনায় বৃহস্পতিবার (৩ আগষ্ট) সকাল ১১টায় ফলদ বৃক্ষ (জাতীয় বৃক্ষ আম গাছ) এর চারা রোপন করা হয়।

বৃক্ষ রোপন করেন গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার নির্বাহী সভাপতি জনাব অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ।

সঙ্গে উপস্থিত ছিলেন কচুগাড়ী গ্রামের আদর্শ কৃষক জনাব মোঃ হাছান মোল্লা, জনাব মোঃ রাসেল সরদার, জনাব মোঃ হাফেজ আমির হামজা শুভ সহ অনেকে।

এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, প্রাকৃতিক দূর্যোগ থেকে আমাদেরকে রক্ষা পেতে, দেশে ফলের বাড়তি উৎপাদন ও কৃষির প্রতি নাগরিকদের সচেতনতা বোধ তৈরী করতে হবে। এলাকার সাধারন ও প্রকৃত দেশপ্রেমিক জনগনকে সচেতন করতে হবে বেশি করে যাতে বৃক্ষ রোপন করে।

অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ আরোও বলেন-বৃক্ষরোপনের গুরুত্ব তুলে ধরে আমাদেরকে প্রকৃতি সমাজ-দেশ, দেশের মানুষজনকে বেশি করে ভালোবাসতে হবে। প্রকৃতি দেশ ও মানুষকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে
আমাদেরকে বৃক্ষ রোপনের মাঝ দিয়ে!

গ্রিনপিস বাংলা তথা আন্তর্জাতিক গ্রিনপিসের কথা তুলে ধরে তিনি আরোও বলেন, পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি রক্ষায় প্রবল বেগে কাজ করে এগিয়ে যাচ্ছে গ্রিনপিস বাংলা।
বর্তমান মৌসুম হলো বৃক্ষ রোপনের উত্তম মৌসুম! তাই বাড়ীর আশে-পাশে পরিত্যক্ত জায়গায় আমাদেরকে বেশি-বেশি গাছ লাগাতে হবে, বনজ, ফলদ, ঔষধী চারা রোপন করতে হবে সবুজের সমারোহ সৃজন করে শ্যামল বাংলা মায়ের বুক ভরে তুলতে হবে, তবেই আমরা আরো নির্মল বায়ু সেবন করতে পারবো।

নির্বাহী সভাপতি তার বক্তব্যে আরো বলেন-ধারাবাহিক ভাবে পাবনা জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় অন্যান্য প্রতিষ্ঠানে আরো বৃক্ষ রোপন করা হবে ইনশা আল্লাহ!বেশি-বেশি ফলদ-বনজ ও ঔষধী বৃক্ষ রোপনের বিকল্প নেই!
নাগরিক দায়িত্ব বোধ থেকে ও চিত্তের গহীন থেকে উপলদ্ধি করে প্রাকৃতিক দূর্যোগ থেকে বাংলাদেশ ও পরিবেশকে নিরাপদ করতে প্রত্যেকরই বৃক্ষ রোপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর