পাবনার চাটমোহরে গ্যাস ট্যাবলেট খেয়ে আলপোনা খাতুন (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার (০১ আগস্ট) সকাল সারে ৯ টায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ রবিউল করিমের স্ত্রী। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বকলহের জের ধরে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে যন্ত্রণায় চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাঁকে স্থানী পল্লী চিকিৎসকের নিকট নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হান্ডিয়াল পুলিশ তদন্তের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় চাটমোহর থানায় একটি অপমৃত্যু মামলা হবে।