সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়া -ঈশ্বরর্দী ৪ এমপি প্রার্থী শহিদুল ইসলাম রতন এর উঠান বৈঠক ও মতবিনিময়

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন আটঘরিয়া -ঈশ্বরর্দী ৪  আসনের এমপি প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়ডাবাড়ি ও পাটেশ্বর ৬ ও ৭ নং ওয়াডে উঠান বৈঠক ও মতবিনিময় সভা  করেছেন।
শনিবার  (২৯ জুলাই ) সন্ধ্যায় উপজেলার কয়ডাবাড়ি হাইস্কুল সংলগ্ন মাঠে নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক  করেন মেয়র শহিদুল ইসলাম রতন ।
এসময় শহিদুল ইসলাম রতন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের গুণাবলী তুলে ধরে বলেন, একসময় বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত ছিলো।
বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল  দেশের কাতারে ওঠে এসেছে বাংলাদেশ।
আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারেও প্রশংসিত।
শহিদুল ইসলাম রতন  আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশের অনেক প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যসহ বিশ্বের ক্ষমতাধর দেশের প্রধানমন্ত্রীরা পাত্তাও দিতেন না।
জননেত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর বাংলাদেশের গণতন্ত্র সুমোন্নত রেখে দেশের সার্বিক উন্নয়ন সমানতালে এগিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্ব বিশ্ব নেতাদের কাছে গ্রহণযোগ্য বলেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন- আপনি আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি আমাদের গর্বের বিষয়। আমরা আশাবাদি আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে ওঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আটঘরিয়া ঈশ্বরর্দী ৪ আসনে নিজেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে শহিদুল ইসলাম রতন বলেন, আমি আমার নেত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব।
আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে কাজ করবো।তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ-প্রাচীন রাজনৈতিক সংগঠন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চল, সাবেক ছাত্রনেতা, পাবনা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির কার্যকারি সদস্য ও
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী- নিখিল কুমার শাহা, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, উঠান বৈঠক ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম মেম্বর,
৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার মোক্তার হোসেন, সঞ্চালনা করেন যুবলীগ নেতা বাদশা, এসময় আরোও উপস্থিত ছিলেন দেবোত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ লোকমান ও বর্তমান সভাপতি,
পি,এম,ইব্রাহীম খলীল ও সাধারণ সম্পাদক সুমন হোসাইন,  উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর