লামার গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া (৫নং ওয়ার্ড) এলাকায় আবুল কাশেম (৬২) নামে গাঁজাসহ এক মাদক কারবারিকে সেনাবাহিনীর অভিযানে আটক করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় বর্ণিত স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজালিয়া ইউনিয়ন এর মোহাম্মদ পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ধৃত ব্যক্তি মানুষের চোখ ফাঁকি দিয়ে গাঁজা,ইয়াবা সেবন ও অবৈধ মাদক সমস্যা করে আসতেছিল। এমনকি গাঁজার নার্সারিও সৃজন করেছিল। নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করছিল। সে এলাকার যুব সমাজকে ধ্বংস করছিল। এর আগে সে আরও কয়েকবার ধরা খেয়ে জেল- মামলা খাটছিল। এ ব্যবসায় তার ছোট স্ত্রী হাফিজা বেগম সহায়তা করে আসছিল। সর্বশেষ আলীকদম সেনা জোনের গজালিয়া সেনা ক্যাম্পের মাদক বিরোধী সফল অভিযান।
লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে বর্ণিত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে (মোহাম্মদ পাড়া এলাকায়) মোঃ কাসেম এর বাড়িতে নার্সারি বিভিন্ন গাছের সাথে গাঁজা গাছের চারা চাষ রোপন করায় আলীকদম জোনের গজালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে কাশেমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতি জানতে পেয়ে আবুল কাসেম
অনুমানিক ১৯০ গ্রাম শুকনো গাঁজাসহ পালিযে যাওয়ার সময় থাকে আটক করা হয়। তার বসতঘর অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবা, ও ৫০ পিচ গাঁজার চারা উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত কাশেমকে গজালিয়া পুলিশ ফাড়ি ইনসার্জ মোঃ মফিজুর উদ্দীনএর কাছে হস্তান্তর করা হয়। আসামির পরিচয়,আবুল কাশেম (৬২),পিতাঃ মৃত আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউনিয়ন, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
এ ব্যাপারে গজালিয়া পুলিজ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মফিজুল উদ্দীন বলেন, ‘মাদক ব্যবসায়ী আবুল কাসেমকে ৪৫ পিস ইয়াবা, ১৯০ গ্রাম গাঁজা ও ৫০টি গাঁজা গাছ সহ দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।’