পিডিবিএফ কোভিড-১৯ ২য় পর্যায় ঋণ বিতরণ করলেন নবাগত জেলা প্রশাসক পাবনা জনাব মুঃ আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ শরিফ আহম্মেদ । জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান কৃষি ঋণ কমিটির আঞ্চলিক সভায় সকল ব্যাংকের প্রতিনিধিগনের উপস্থিতিতে পাবনা সদর কার্যালয়ের উদ্যোক্তা সাজেদা বেগমকে ৫.০০ লক্ষ টাকার চেক বিতরণ করেন । তিনি উদ্যোক্তাকে ঋণের যথাযথ ব্যবহারসহ নিয়মিত কিস্তি পরিশোধের পরামর্শ দেন । উপ পরিচালক পিডিবিএফকে অধিক নারী উদ্যোক্তা সৃষ্টিসহ সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাঙ্খিত লক্ষ স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভুমিকা রাখার নির্দেশনা প্রদান করেন । সেই সাথে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহম্মদ মউদুদউর রশীদ সফদার (সরকারের সাবেক সচিব) মহোদয়ের তত্বাবধানে এ ঋণ কার্যক্রম পরিচালিত হওয়ায় ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান । তাছাড়া পিডিবিএফকে যেকোন সহযোগিতা প্রদানে আশ্বস্ত করেন । নবাগত জেলা প্রশাসক পাবনা জনাব মুঃ আসাদুজ্জামান মহোদয়কে পিডিবিএফ পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।