উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য মৎস্য দপ্তরের বাস্তবায়নে, জাতীয় মৎস্য সপ্তাহের সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগরে উপজেলা মৎস্য কর্মকর্তা অফিস কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, জনস্বাস্থ্য উপ সহকারী
প্রকৌশলী মনিরুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ।এ সময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাপ্তাহিক পল্লী গ্রামের সম্পাদক আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি আব্দুল আলীম রিপন উপস্থিত ছিলেন।