মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগর থানা পুলিশের অভিযানে গম উদ্ধারসহ চোর সিন্ডিকেটের ৬জন গ্ৰেফতার

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে থানা পুলিশের  অভিযানে গম উদ্ধারসহ বার বার পুলিশের হাতে আটক চোর সিন্ডিকেটের প্রধান ফিরোজ মোল্লা ওরফে ফিরোজ ভেন্ডারসহ ৬ জন গ্ৰেফতার হয়েছে।
অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ০৭:০০ টা হতে ১৪/০৭/২৩ তারিখ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ টার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা সঙ্গোপনে অভয়নগর থানাধীন নওয়াপাড়া পাঁচকবরস্থ সিংহ গোডাউনে প্রবেশ করে গোডাউনের হেজবোল্ড ভেঙ্গে কাভার্ড ভ্যানে করে  ৯২ বস্তা গম ওজন আনুমানিক ৫.৫ টন যার  মুল্য ২,৭৫,০০০ (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকার মালামাল লোড দিয়ে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মেহেদী হাসান সংগীয় এসআই আবু বক্কার সিদ্দিক, এসআই বিমান তরফদারসহ পুলিশের একটি দল পাশ্ববর্তী কোতয়ালী থানাধীন বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামস্থ ইলা অটো রাইচ মিলের সামনে থেকে ট্রাকসহ চোরাইকৃত গম উদ্ধার করাসহ ০৬ জন চোরকে আটক করে। গ্রেফতারকৃত আসামীরা হলঃ উপজেলার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ও নওয়াপাড়ার বিশিষ্ট ব‍্যবসায়ী ফারুক মোল্লার ভাই মোঃ মোঃ ফিরোজ মোল্লা (২৮), মধ‍্য দিয়াপাড়া গ্রামের মোঃ হাফিজ মোল্লার ছেলে মোঃ রিপন মোল্লা (২৪), উত্তর দিয়াপাড়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ সাইদুল শেখ (২০),পাঁচ কবর এলাকার আবু বক্করের ছেলে সাকিব হোসেন (২৬), পদ্মাবিলা পূর্বপাড়া গ্রামের মোঃ জহির উদ্দিন শেখের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৮), রংপুর জেলার কাউনিয়া থানার হারাগাছা গ্রামের ( বতর্মান ঠিকানা- অভয়নগর উপজেলার পাঁচকবর কামাল ফকির এর ভাড়াটিয়া) মৃত আঃ মালেকের ছেলে মোঃ আজাহারুল ইসলাম (৪৯)। ঘটনার সাথে জড়িত আরও চোরদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই শরিফুল বলেন, গম চুরির বিষয়ে মামলা হয়েছে, যার নং ২৭, তারিখ ১৪-০৭-২৩। সংঘবদ্ধ অন‍্যান‍্য চোরদের ধরতে অভিযান অব‍্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর