যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কথা-কাটাকাটিকে কেন্দ্র করে রাজিব মল্লিক(২৭) নামে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেছে প্রতিবেশী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার সময় উপজেলার সুন্দলী ইউনিয়নের ফুলেরগাতী গ্রামে এঘটনাটি ঘটেছে। এবিষয়ে আহত যুবকের পিতা হাজারী মল্লিক ২জনের নাম উল্লেখ করে, অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ঘটনার সময় রাজিব মল্লিক, বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় উপজেলার ফুলের গাতী গ্রামের সুদাস মল্লিকের ছেলে সোমনাথ মল্লিক(২৬), তার পথ রোধ করে আজে বাজে কথা বলতে থাকে, কথা কাটাকাটির মধ্যে সোমনাথ মল্লিকের হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম রাজিব মল্লিককে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। তার চিৎকারে ওই যুবকের বোন আলো ঠেকাতে গেলে ২ নং আসামি সোমনাথ মল্লিকের মা পূর্ণিমা মল্লিক(৪৫) তার বোনকেও এলোপাতাড়ি চড় কিল ঘুষি মারতে থাকে। তাদের আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে আহত রাজিব মল্লিককে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যেরা উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে আহত যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে থানায় অভিযোগকারী আহত রাজিবের পিতা হাজারী মল্লিক জানান, আমার ছেলের অবস্থা ভালো না তার বাম চোখের কোনা কেটে রক্তাক্ত জখম হয়েছে, তার বাম হাত ভেঙ্গে গেছে ছেলে নিয়ে আমি বিপাকে আছি, আমি প্রসাশনের কাছে ন্যায় বিচার চাই। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।