নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ মোল্লার পুকুরে বিষ দিয়ে প্রায় তিন লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে।
পুকুর মালিক আব্দুল আজিজ বনমালিকুড়ি গ্রামে তার নিজস্ব পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত রবিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে। সোমবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান তার পুকুরের মাছ মরে ভেসে ওঠেছে। তিন বিঘার ওই পুকুরে বিষ প্রয়োগ করায় তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।