খাগড়াছড়ির রামগড়ে সিমেন্টবাহী ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (২২) নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন।
নিহত জাহিদুল ইসলাম রামগড়ের পূর্ব কালাডেবা এলাকার মীর হোসেনের ছেলে।আজ সোমবার রামগড় সদরের ২০ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,দুপুর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে নিহত জাহিদ তার ব্যবহৃত ডিসকভার ১০০ সিসি(ফেনী-হ-১১-৬০৮৬)মোটর সাইকেল করে সোনাইপুল যাচ্ছিলেন।রামগড় মডেল স্কুল সংলগ্ন ২০ইসিবির অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে পৌছালে সড়কের মাঝে গর্তে পড়ে মোটর সাইকেলে থেকে ছিটকে পড়ে মোটর সাইকেল আরোহী জাহিদ।এসময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা কনফিডেন্স সিমেন্ট বাহী ট্রাক(চট্ট মেট্রো-অ-১১-০৯৬৩) নিচে পড়ে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
সুমন নামের একজন স্থানীয় বাসিন্দা জানান,রামগড়ের প্রায় সব সড়কেই গর্ত। বৃষ্টি এলেই গর্তগুলো পানির নিচে হারিয়ে যাওয়ায় মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতাই এর জন্য দায়ী।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।