সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান চাটমোহর থানায় পরিদর্শন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১:১১ অপরাহ্ণ

পাবনার চাটমোহর থানা পরিদর্শনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (টেলিকম), ওয়াই এম বেলালুর রহমান বিপিএম (সেবা), এনডিসি।

রবিবার (২ জুলাই) দুপুরে তিনি চাটমোহর থানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান (ক্রাইম এন্ড অবস) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজার নেতৃত্বে একটি সুসজ্জিত দল অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমানকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদর্শন করেন।

জানা যায়, পরিদর্শনকালে তিনি ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান।

পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার, এসআই সরোয়ার হোসেন, এসআই আব্দুস ছালাম, এ এসআই নুরুজ্জামান, এ এসআই আব্দুল জব্বার এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর