পাবনার চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক ও চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুনের মাতা, পৌর সদরের পাঠানপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব ফজলুর রহমান খন্দকারের স্ত্রী রিজিয়া বেগম (৮৪) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ..রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে চাটমোহরে কর্মরত সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।