পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ জুন) বিকালে নাদুরিয়া চৌ-রাস্তা মোড়ে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সদস্য আ: মতিন মাস্টার।
মাজপাড়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি ইয়াকুব আলী খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক মজনু মিয়া, মো : জাকির হোসেন ( মিলন মন্ডল), সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক বাদশা, শাহা আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য জাবেদ আলী ফকির, উপজেলা কৃষক লীগের সদস্য আব্দুস সাত্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল হুসাইন প্রমুখ। উক্ত কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।