মুসলিম জাহানের জন্য কোরবানিকরা মহান আল্লাহর নির্দেশ। পবিত্র ঈদুল আযহা ও কোরবানি ইসলামের অন্যতম ধর্মীয় উৎসব ও আত্মত্যাগের অনন্য ইবাদত। আত্মত্যাগ ও মানবতার বার্তা নিয়ে প্রতিবছরই মুসলিম উম্মাহর সামনে হাজির হয় এ উৎসব। পবিত্র ঈদুল আযহা আর মাত্র তিন দিন বাকী।
ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন গ্রাম থেকে গরু নিয়ে যাচ্ছে ব্যাপারীরা। তবে যানজট এড়াতে এবং হাটে পছন্দের স্থান পেতে অনেকেই আগেই চলেগেছে রাজধানী ঢাকাতে। মূলত বেশি দামে বিক্রির আশায় খামারি ও ব্যাপারীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানীর পশু ঢাকায় বিক্রির জন্য ট্রাক ও নৌকায় করে নিয়ে যাচ্ছে গরু ও ছাগল।
রাজধানীতে গরু নিয়ে যাওয়া বিষয়ে চাটমোহর সমাজ গ্রামের ব্যাপারী জিল্লুর রহমান বলেন, রাস্তাঘাটে যানজটের কারণে অনেক সময় গরু ঢাকায় পৌছাতে দেরি হয়। ট্রাকে থাকা গরু অসুস্থ হয়ে পড়ে এবং নদী পথে যেতেও নৌকা ঢুবে অনেক সময় গরু মারা যায়। আবার হাটে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তবুও সকল সমস্যা মাথায় নিয়েই কিছু লাভের আশায় গ্রাম থেকে দেশি জাতের ১২ টি গরু কিনে ঢাকায় নিয়ে যাচ্ছি।
চাটমোহর হান্ডিয়াল পাকপাড়া গ্রামের গরুর খামারী নুরুল ইসলাম বলেন, দেশে সকল ধরনের সামগ্রীর দাম বৃদ্ধির সাথে গো-খাদ্যের দাম অনেক বৃদ্ধি হয়েছে। একটা গরু মোটাতাজা করতে অনেক খরচা হচ্ছে। বাজারে ভালো দাম না পেলে খামারীরা লোকশানে পড়বে। আশা করছি এ বছর কোরবানির পশু ভালো দামে বিক্রি করতে পারবো।