২০২৩ অর্থ বছরে খরিপ-২ /২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসুচির আওতায় বিনামুল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন বৃহস্পতিবার(২২ জুন) সকাল এগারোটার দিকে উপজেলা অডিটোরিয়াম আয়োজিত সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
এসময় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এএইচএম ফখরুল হোসাইন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার নুরে আলম সিদ্দিকী, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা।
উক্ত সার বীজ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ: সামাল।
উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।