পাবনার আটঘরিয়ায় পারিবারিক কলহের কারণে গ্যাস ট্যাবলেট খেয়ে নজরুল ইসলাম (৩৫) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে।
সে চাঁদভা ইউনিয়নের উত্তর নাগদহ গ্রামের ফজলুল হকের ছেলে।
সোমবার (১৯ জুন) সকালে পারিবারিক কলহের কারণে কৃষক নজরুল ইসলাম গ্যাস ট্যাবলেট পান করেন। এসময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি ঘটলে
চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এবং চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।