পাবনার চাটমোহর আন্তর্জাতিক রক্তদাতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাটমোহর ব্লাড ডোনার ক্লাব।
১৪ জুন সকাল থেকে দিনব্যাপী কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা।
শুরুতে চাটমোহর সরকারী ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর সদরের সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় এক রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবো রক্ত বাঁচাবো প্রান -রক্তের বন্ধনে নতুন জীবন এ প্রতিপাদ্যে আলোচনা সভায় ব্লাড ডোনার ক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে হাসিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, সংগঠনের,সহ সভাপতি সাদিয়া ইসলাম ইলা,রক্ত বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও দিনব্যাপী প্রায় ৩ শত ছাত্র ছাত্রী ও মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিনুর রহমান।