চাটমোহরে বড়াল নদী দখল-দুষণের বর্তমান অবস্থা ও উচ্চ আদালতের নির্দেশনা কমিউনিটি পরামর্শ সভা জিরো পয়েন্টস্থ হারডো’র হলরুমে অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে হারডো’র নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বেলা’র প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বড়াল রক্ষা আন্দোলনের সুজা উদ্দিন বিশ্বাস, কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, আমিরুল ইসলাম, একে আজাদ, আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য মোছা: কামরুনাহার প্রমূখ।
সভায় বক্তারা বড়াল নদী দখল-দুষণের বর্তমান অবস্থা তুলে ধরে এবং বড়াল নদীকে বাঁচাতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান।