পাবনার আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আটঘরিয়া পৌরসভা২-০ গোলে মাজপাড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার ঘরে তুলে নেন।
এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু। প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি এএইচএম ফখরুল হোসাইন, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, ওসি আনোয়ার হোসেন।
ধারা বর্ননায় ছিলেন সহকারী শিক্ষক ফারুক আহমেদ, রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি জাহাঙ্গীর, আলামিন,তুষার।
সোমবার (১২ জুন) বিকেলে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আটঘরিয়া পৌরসভা বনাম মাজপাড়া ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।