একদন্ত ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন সন্ধ্যায় ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আশরাফ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওহিদুজ্জামান।
সাধারণ সম্পাদক আলহাজ্ব আ: হামিদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজেডএম আব্দুল জলিল মাস্টার।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সোবহান আলী, আওয়ামী লীগ নেতা বিপ্লব মাস্টার, ইদ্রিস মাস্টার প্রমুখ।
আগামী ১১ জুলাই (সম্ভব্য তারিখ) একদন্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।