রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

ই-পেপার

রায়গঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।আজ মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মুহ. শামসুল হক। এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে,এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম মোনায়েম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাজেদুল আলম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপসহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহ. নুরুন্নবী মিয়া, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শওকত আলী, সাংবাদিক মো. আশরাফ আলী প্রমুখ। প্রতিযোগিতায় ধানঘরা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়। ধানঘরা উচ্চবিদ্যালয়ের দলনেতা মারজিয়া মাহজাবিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। শেষে অতিথিগণ বিজয়ী ও রানার আপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর