দিনাজপুরের নবাবগঞ্জে শনিবার (২৭মে)২৩ খ্রি: রাত্রি অনুমান ২০.০০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার দায়ে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে পড়ুয়া সুজন সরকার (২৩),পিতাঃ গোপাল সরকার ,সাং- সাদুল্লা পাড়া থানা-বীরগঞ্জ,জেলা- দিনাজপুর সহ ২ (দুই)জনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাঁশের হাট নামক বাজার থেকে গ্রেফতার করেন।আসামী সুজন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোছাঃ জান্নাতুল নাহিমা(অচেনা পথিক) নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মোঃ ফরিদুল ইসলাম(২১) পিতা-মোঃ তামসের আলী, সাং-পার হরিণা, থানা-নবাবগঞ্জ,জেলা -দিনাজপুর এর সহিত এসএমএস এবং মেয়েলি কন্ঠে কথা বলে সুসম্পর্ক গড়ে তোলে । এক পর্যায়ে আসামী সুজন সরকার সহযোগী আসামীদের সহযোগিতায় কৃষি প্রজেক্টের কথা বলে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে মোঃ ফরিদুল ইসলামের নিকট ১৮,০০,০০০(আঠারো লক্ষ) টাকা বিভিন্ন নগদ, বিকাশ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেয় । নবাবগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী সুজন সরকার সহ আরো একজনকে সনাক্তপূর্বক ২৭/০৫/২০২৩ খ্রি: রাত্রি অনুমান ২০.০০ ঘটিকার সময় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশের হাট নামক বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেপ্তার কালীন আসামী সুজন সরকারের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সুজন সরকার ভিকটিম মোঃ ফরিদুল ইসলামের নিকট হতে প্রতারণার মাধ্যমে ১৪,০০,০০০(চৌদ্দ লক্ষ) টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্র সহ গ্রেফরকৃত আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে অদ্য তারিখ ২৮/০৫/২০২৩ খ্রি: সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।