সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমিনপুর থানা আ”লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

শরিফুল ইসলাম, আমিনপুর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৭ মে, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ণ

রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও  বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা আমিনপুর থানা আওয়ামীলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী।
আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিলটি  কাশিনাথপুর ফুলবাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামিলীগ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। উক্ত মিছিলের নেতৃত্ব দেন, বেড়া উপজেলা পরিষদের সুযোগ চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। এসময় মিছিলে অংশগ্রহণ করেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,  সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাবসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী। পরে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর