জামালপুরের দেওয়ানগ মডেল থানায় পারিবারিক কলহের জেরে আকলিমা (৩০) নামের এক গৃহ বধু খুন হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে থানা পুলিশ। জানাযায় এক ছেলে সন্তানের জননী আকলিমা প্রতিদিনের মত রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে এলাকাবাসী সকালে ডাকাডাকি করে ঘড়ের দরজা খুলে দেখতে পায় আকলিমামৃত। এসময় থানায় খবর দিলে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থল থেকে স্বামী হেলাল উদ্দিনকে গ্রোফতার করে থানা হেফাজতে নিয়ে আসে এবং মৃত দেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে।