সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে প্রীতি ফুটবলে ময়মনসিংহ বিভাগীয় নারীদলের জয়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ

পাবনার চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ময়মনসিংহ বিভাগীয় নারী ফুটবল দল জয়লাভ করেছে। তারা ৩-০ গোলে খুলনা বিভাগীয় নারী ফুটবল দলকে পরাজিত করে।

বুধবার (২৪মে) বিকেলে অনুষ্ঠিত নারীদের এই খেলা দেখতে অসংখ্য দর্শকের সমাগম ঘটে। চাটমোহরস্থ নারিকেলপাড়া প্লোটিং ক্লাব কতৃক আয়োজিত প্রীতি ফুটবল খেলা উদ্বোধন করেন, ভূমি সন্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিমুদ্দিন মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে পাবনা জেলা কৃষকলীগের সহ সভাপতি মেজবাহুর রহমান রোজ, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন, থানার ইন্সপেক্টর তদন্ত নয়ন কুমার সরকার, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান শাহ আলম, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, অধ্যক্ষ এমএ মতিন, আওয়ামীলীগ নেতা এসএম ওয়াহেদ আলী, ফারহাদ নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির প্রমুখ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন
উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর