রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালীতে খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলার  চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ৷ বৃহস্পতিবার (২৫ মে) উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ এর  সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।  এবারের বাজেটে আয়-ব্যয় হিসেব করে ১৮ হাজার টাকা উদ্বৃত্ব রেখে ১ কোটি ১৯ লাখ ২ হাজার ৪শ ৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় ৩লাখ ২৮ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকা ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য ব্যয় ১ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকা ৷
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: তাজা উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা, চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাহাবুদ্দিন আহমেদ, আলহাজ ডাঃ আবুল হোসেন মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শমশের আলী মোল্লা, প্রমূখ। ইউনিয়ন পরিষদের আয়োজনে খাষকাউলিয়া ইউপি সচিব হাফিজুর রহমান এর পরিচালনায় এতে  আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা ইউ,পি সদস্যরা সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ  পরিষদের সাবেক ইউপি সদস্য বৃন্দ, বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ  বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মোঃ আবু ছাইদ বিদ্যুৎ বলেন জননেত্রী শেখ হাসিনার সপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ়প্রত্যয় নিয়ে আমরা খাষকাউলিয়া ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের  সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর