সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

একজন অসহায় পা হারা মায়ের সহায়তার আবেদন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০, ৫:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

লামার পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার ৪নং বমু বিলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (পানিস্যালবিল) খেটে খাওয়া এক দিনমজুর মহিলা,শহর বানু বিগত তিন বছর আগে, এক মারাত্মক এক্সিডেন্ট হওয়াতে ডাক্তার তার একটি পা কেটে ফেলেন,বর্তমানে তিনি পঙ্গু, খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে। তাকে করোনার এই মহামারিতে সরকারি কোন ত্রাণ সহায়তা সে পাইনি,ভরাক্রান্ত মনে সে কয়েকদিন যাবত অজুর নয়নে কান্নাকাটি করছেন এমন সংবাদ শুনতে আজ পেয়ে আমি ও জাতীয় যুব সংসদ কক্সবাজার জেলা ছাত্র বিষয়ক সম্পাদকঃMd Nurul Absar কে নিয়ে সেই হতভাগা মহিলার বাসায় যায়,ও আমাদের নিজস্ব তহবিল থেকে আর্থিক প্রদান করি।

 

তারপর ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই,আগে কিছু করতে পারিনি বলে,তিনি আমাদের বলেন, আমি আজ ব্যাথীত,বিগত কয়েকদিন আমি ঔষধ কিংবা ভাত খেতে পারতেছিনা টাকার অভাবে,স্হানীয় কোন ব্যাক্তিবর্গ আমার খবর নিচ্ছেনা,এমতাবস্থায় তোমরা যদি আমার জন্য একটি প্লাস্টিকের পা ও দুইটি ভাতের ব্যাবস্হা করো,তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আমরা ওনাকে আশ্বাস দিই,দ্রুত ওনার জন্য কিছু করবো।আমরা সর্বস্তরের জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,ও সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করছি ওনার পাশে দাঁড়ানোর জন্য। যদি কেউ ওনাকে সাহায্য করতে চান তাহলে এই নাম্বার গুলোতে বিকাশে দিতে পারবেন, আমরা হতভাগা সেই মহিলাটিকে আপনাদের সহযোগিতার টাকা পৌঁছে দিব।

মোঃআইয়ুব 01640656033 বিকাশ পার্সোনাল।

মোঃনুরুল আবছার 01618865903 বিকাশ পার্সোনাল।

#জরুরী প্রয়োজনে –01740210454.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর