স্টাফ রিপোর্টার:
খুলনার রেলওয়ে হাসপাতাল রোডস্থ (নিক্সন মার্কেট) মানিক মিয়া শপিং কমপ্লেক্সের এলাহি ফ্যাশন নামের একটি পোশাকের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে (২০ জুলাই) বৈদুত্যিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান বলেন, গত রাত পৌনে ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুতগতিতে কাজ করে অল্পসময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করছি- বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত। এতে আনুমানিক ১০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।