শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

ই-পেপার

রুহিয়ায় পরিত্যক্ত অবস্থায় মোটর সাইকেল উদ্বার 

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পরিত্যক্ত অবস্থায়  ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।
বুধবার (২৯ মার্চ ) রাতে  রুহিয়া থানাধীন  কুজিশহর (ঘুরনগাছ) নামক এলাকা থেকে  মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
রুহিয়া থানার এসআই আবু হানিফ মন্ডল জানান, ডিউটি কালিন রাত সাড়ে১১টায়  জনৈক মোঃ আনারুল ইসলাম মোবাইল ফোনে জানান যে, ০১ নং রুহিয়া ইউপি অন্তর্গত কুজিশহর ঘুরনগাছ তাহার বসত বাড়ীর সামনে ০১ টি মটর সাইকেল কে বা কারা রেখে চলে যায়। আমরা সেখান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করি।
আটককৃত মোটর সাইকেলটি হলো  ইয়ামাহা এফজেড এস ১৬০ সিসি, মূল্য অনুমান-২৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা রং-কালো ও সবুজ বর্ণের, যার রেজিঃ নং-ঠাকুরগাঁও ল-১১-১৭০৮ ইঞ্জিন নং-২১ সি ৬০২৮৭১৩,চেসিস নং-এমই ১২১ সি ও ৬১ বি ২০২৯৮৩৮ উক্ত মটর সাইকেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।রুহিয়া থানার জিডি নং- ১১৫৩ তাং ২৯/০৩/২০২৩।
এ বিষয়ে রুহিয়া  থানার অফিসার ইনচার্জ ওসি সোহেল রানা বলেন, মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত মোটর সাইকেলের দাবী নিয়ে কেউ যোগাযোগ করেনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর