নাটোরের নলডাঙ্গায় গাঁজা সহ স্বামী-স্ত্রী ২জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছেন নলডাঙ্গা থানা পুলিশ।
গতকাল (২৪ মার্চ) রাত্রী ১১ টায় উপজেলার চেঁউখালী গ্রামের মল্লিকপাড়ার মৃত আহাদ আলীর ছেলে ১. সিরাজুল ইসলাম সিরাজ (৪৬) ২. জেসমিন খাতুন (২৮) স্বামী সিরাজুল ইসলাম সিরাজ কে তার বসতবাড়ীর উঠানের রান্না ঘরের সামনে হতে ২০০(দুইশত) গ্রাম শুকনা গাঁজা সহ আটক করা হয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১৫, তাং ২৫/০৩/২৩ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৯ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য যে, ১নং আসামীর বিরুদ্ধে পূর্বের ০৮ টি মাদক মামলা রয়েছে এবং ২নং আসামীর বিরুদ্ধে পূর্বের ০২ টি মাদক মামলা রয়েছে।