ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত অনুমান দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানাগেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বীরকাঠি গ্রামের মরহুম আ: রশিদ তালুকদারের পুত্র সোয়েব হোসেন তালুকদার (আওয়ামীলীগ অফিস), হাসেম আলী তালুকদারের পুত্র মো: লাবু তালুকদার (খাবার হোটেল), আ: জব্বার তালুকদারের পুত্র মো: রুবেল তালুকদার (মুদি দোকান), মৃত মোতাহার আলী সিকদারের পুত্র আফসার সিকদার (চায়ের দোকান) । খবর পেয়ে রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও ভুক্তিভোগী সূত্রে জানা গেছে লাবু তালুকদারের ২ লাখ টাকা, রুবেল তালুকদারের ৭/৮ লাখ টাকা, আফসার আলীর দেড় লাখ টাকার ও সোয়েব হোসেন তালুতদারের ২/৩ লাখ টাকার আসবাব পত্র ও মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
নথুল্লাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই এবং ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত গরীব দোকানদাররা অসহায় হয়ে পড়েছে। সামনে রমজান থাকায় তাদের মানবেতর জীবন যাপন করতে হবে।”