খাগড়াছড়ির রামগড়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৫) নামে এক মোটরসাইকেলে আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম পৌরসভার তৈছালাপাড়ার মৃত নজির আহমেদের ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (৬ই মার্চ) সকালে ১০টার দিকে রামগড় স্থলবন্দর এলাকার সামনে রামগড়-ফেনী সড়কে ট্রাক্টর, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আবুল কালাম কে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার সময় আবুল কালাম মারা যান।
রামগড় থানার উপ পরিদর্শক জাকারিয়া জানান, দূর্ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ফেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।