মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়ন এর ভবানীপুর গ্রামের আব্দুল করিম ভ্যান চালিয়ে পাঁচ সন্তান নিয়ে কোন ভাবে সংসার চাহিদা মিটাতে সংগ্রাম করছিলেন কিন্তু সাত মাসে আগে এক সড়ক দূর্ঘটনায় তার দুই পা এবং মেরুদণ্ড ভেঙ্গে যায়। প্রাথমিক ভাবে গ্রামের লোকজনের সহায়তায় চিকিৎসা শুরু করা হয়। এক মাস পর আরও দুই টা অপারেশন করার কথা থাকলেও অর্থ সংকটে সম্ভব হয় না। এখন কাটা যায়গা থেকে রক্ত, পুজ বের হচ্ছে। তার দুই পায়ে রড দেওয়া হয়েছে এবং বুকের ছয়টা হাড় ভেঙে গেছে।
প্রতিদিন রাতে অসহ্য যন্ত্রনায় ছটফট করে, ঘুমাতে পারেনা। পরিবারে আর কোন উপার্জনক্ষম লোক না থাকায় অন্যান্য মৌলিক চাহিদা পুরন হচ্ছে না। সমাজের বিত্তবান শ্রেণীর কাছে মানবিক সহায়তার আবেদন করেছে পরিবার টি, চিকিৎসা করতে পারলে আবার হয়তো তিনি পরিবারের হাল ধরতে পারবেন। মোঃ হাসান আলী তার বড় ভাই রহিমের ছেলে, সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর- 01799039670