ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চরমোনাই মাহফিলের এক মুসুল্লি নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহতাবস্থায় ছয়জনকে শেবাচিম ও দুই জনকে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুসুল্লি হলেন ফরিদপুরের সদরপুর এলাকার কালাম সিকদার (৪২)।
ঘটনাস্থলে থাকা সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, প্রিয়া এন্টারপ্রাইজ নামের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। অপরদিকে সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল নগরী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। এসময় দুর্ঘটনাস্থলে সাকুরা পরিবহনের বাসটি অজ্ঞাত একটি ট্রাককে ওভার টেকিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এসময় প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই চরমোনাই মাহফিলগামী মুসুল্লি কালাম সিকদার নিহত হয়।
অপরদিকে একইদিন সকালে গৌরনদী-সরিকল সড়কের নলচিড়া ইউনিয়নের কুতুবপুর নামক এলাকায় বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ মো. ফৈইজালি মীর (৯০) নিহত হয়েছেন।