মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রসহ আহত ৩

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় উপজেলার দারোগাপাড়া এলাকায় ব্যাটারীচালিত অটোরিক্সা ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার দুপুরে রামগড় পৌরসভার দারোগাপাড়া থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার ১ং রামগড় ইউপির লালছড়ি এলাকার স্বাধীন কুমার ত্রিপুরা (৬০) ও তার ছেলে ধন মোহন ত্রিপুরা (১৮) এবং একই এলাকার বরিন্দ্র ত্রিপুরার স্ত্রী ভাগ্যলক্ষ্মী ত্রিপুরা (৪০)।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া জানান, আহত ৩জনের অবস্থা গুরুতর।উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত অটোরিক্সা ও সিএনজি দুটি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর