সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ২২ জেলেকে জেল হাজতে নেয়ার পথে পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়েছে এক আসামি।
উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ ভাবে মা ইলিশ আহরণকারী ২২ জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার রাত ব্যাপী অভিযান চালিয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ২২ জেলেকে ৩০ দিন করে কারাদন্ড দিয়েছেন।আসামীদের সিরাজগঞ্জ জেল হাজতে নৌকা যোগে নেয়ার সময় মোঃ বাসেদ (২০) পিতা মোঃ নুর ইসলাম যমুনা নদীর আটাপাড়া এলাকায় আসা মাত্রই নৌকা থেকে ঝাপ দিয়ে পালিয়ে যায়। এবিষয়ে জানতে চাইলে চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুণ আর রশিদ বলেন, আসামি জেল হাজতে নেয়ার পথে
টাংগাইল নাগরপুর থানার আটাপারা খগেন ঘাট এলাকায় আসামি যমুনা নদীর জাপিয়ে পালিয়ে যায়।