সিরাজগঞ্জের তাড়াশে কলেজ ছাত্রের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করায় এলাকাবাসীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট – বারুহাস আঞ্চলিক সড়কের মহসিন বাজারে।
১৬অক্টোবর রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মশিউর রহমানের বিরুদ্ধে থানায় মিথ্যা ধর্ষণ মামলা করায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে ।
বিক্ষোভ সমাবেশ হাজারো জনতা মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার তালম ইউনিয়নের তালম সরাতলা গ্রামের মৃত কামরুল ইসলামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মো.মশিউর রহমানের বিরুদ্ধে উভয় পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের ইলিয়াস রেজা রবিনের স্ত্রী ঝরনা রানী গত ১৫ অক্টোবর শনিবার রাতে তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে ।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য রহুল আমিন, সংরক্ষিত নারী সদস্য কাজলী, মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, শিক্ষক আব্দুস সালাম গ্রাম্য মাতব্বর শফিকুল ইসলাম ও মহাসিন আলী প্রমুখ।
এ সময় বক্তব্যে নারী সদস্য কাজলী বলেন, ইলিয়াস আলী রবিন তার বউ ঝরনা রানীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করে টাকা আদায়ের চেষ্টা করছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করছি।
এ বিষয়ের তাড়াশ থানার (ওসি) তদন্ত নুরে আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, মামলার তদন্ত চলছে । এ পর্যন্ত কাউকে আটক করা হয়নি। রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশের কথা শুনেছি।