সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ়: আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দল নির্বাচনে নেমে গেছে, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। সরকার নির্বাচনের জন্য অত্যন্ত সুদৃঢ় আছেন। তাই নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাসাইল-সখীপুরসহ দেশবাসী ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ২৩৭টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, এর বাইরে যে ৬৩টি আসন এখনও বাকি আছে তার মধ্যে বেশ কিছু আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত পর্যায়ে। বেশ কিছু আসন তাদের জন্য, যারা আমাদের সাথে রাজনীতিতে রাজপথে ছিলেন।

তিনি আরও বলেন, সমমনা দলগুলোর সাথে আলোচনা হচ্ছে তাদের জন্য আমরা বরাদ্দ রাখব। আমরা বলেছি আগামী দিনে নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার করব। কাজেই সকলকেই আমরা একোমোডেট করতে চাই। সেটা রাজনীতিতে, নির্বাচনে, সরকারে এবং দেশ গঠনে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর