রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে ষষ্ঠক নেতা কোর্স সম্পন্ন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ

“নেতৃত্বের অনুশীলন, স্কাউটি এর উন্নয়ন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও বীরগঞ্জ উপজেলা স্কাউটসের আয়োজনে ষষ্ঠক নেতা কোর্স সম্পন্ন হয়েছে। কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়) এর অর্থায়নে (০৬ – ০৯) নভেম্বর  বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কোর্স অনুষ্ঠিত হয়।
কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্কাউট কমিশনার ইসমত আরা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্কাউট সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা কাব লিডার সঞ্চিতা রায়, লাকী বেগম, মোজাম্মেল হক, শ্রীদাম চন্দ্র দাস, মতিউল ইসলাম, নাজিরুল ইসলাম, সামাউন আলী ও খাদিজা শাপলা প্রমুখ।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন কাব নেতা, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সাপোর্ট স্টাফসহ মোট ৫৩ জন অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউটিং শিশুদের নেতৃত্ব, দায়িত্ববোধ, সততা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউট আন্দোলন শুধু শিক্ষার পরিপূরক নয়, এটি একটি মানবিক ও সামাজিক চেতনা গঠনের মাধ্যম। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কার্যক্রমের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, নেতৃত্ব বিকাশের এ ধরনের প্রশিক্ষণ কোর্স মাঠপর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করবে। অংশগ্রহণকারীরা এখান থেকে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা তাদের বিদ্যালয় ও সমাজে প্রয়োগ করে নেতৃত্বের অনুশীলনকে বাস্তবে রূপ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর