যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় গত এক বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী শুন্য থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী না থাকার কারণে মাদ্রাসার পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যে কয়জন শিক্ষার্থী আছে তাদের পাঠদানের মান তেমন ভালো না বলে অভিযোগ তুলেছেন এডহক কমিটির অভিভাবক সদস্য মাসুম। এলাকার শিক্ষা অনুরাগীরা বিষয়টিকে শিক্ষা ব্যবস্থার প্রতি অনাগ্রহ ও প্রশাসনিক তদারকির ঘাটতির ফল বলে মনে করছেন। এ ব্যাপারে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. শহিদুল ইসলাম শিক্ষার্থী শুন্যতার বিষয়টি স্বীকার করে বলেন, “বিভিন্ন কারণে অভিভাবকেরা ছোট শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে বেশি আগ্রহী।” তবে আমাদের দাওয়াতি কাজ চলমান রয়েছে।
অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ বিষয়ে শিক্ষক ও প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে বক্তব্য দেন। তবে স্থানীয়দের অভিযোগ, তিনি নিজের দায়িত্বহীনতা আড়াল করতেই প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গাইছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু বলেন, “আমার কাছে ওই মাদ্রাসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখবো।”
এলাকাবাসীর দাবি, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সঠিক তদারকি না থাকলে মাদ্রাসাটির প্রাথমিক শ্রেণি পুরোপুরি বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।