বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জ-৩ বিএনপি’র মনোনয়ন পেলেন ভিপি আয়নুল হক 

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুলশান বৈঠকে সিরাজগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন  ত্যাগী জননেতা ভিপি আয়নুল হক।সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা হয়।বিএনপির মনোনয়নকে ঘিরে নির্বাচনী এলাকায় ২০ জন প্রার্থীর ৩১ দফার লিফলেট বিতরণ,উঠান বৈঠক,জনসভা,পথসভা,ভোট প্রার্থনাসহ নানা গুঞ্জনের পর দলের নীতি নির্ধারকদের হাই কমান্ডে ভিপি আয়নুল হকের নাম ঘোষণা হওয়ার খবরে নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের মাঝে আনন্দ উল্লাস শুরু হয়।তৃণমূলের দলীয় নেতাকর্মীরা জানান,দলীয় হাই কমান্ডের সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমরা অত্যন্ত খুশি।সাবেক ছাত্রনেতা ভিপি আয়নুল আওয়ামী দুঃশাসনামলেও রাজপথ থেকে সরে দাঁড়ায় নি।ভিপি আয়নুল একজন  দৃঢ়তার প্রতীক,সাহসীকতার নেতা ও ত্যাগের প্রতিচ্ছবি।
তিনি রাজপথের একজন লড়াকু সৈনিক ও পরীক্ষিত নেতা। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন,জেল-জুলুম সহ্যকারী কারাবরণ নেতা।মনোনয়ন প্রার্থী সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান তালুকদার পুত্র রাহিদ মান্নান লেনিন তার প্রতিক্রিয়া জানান,বিএনপি একটি সুসংগঠিত দল। দলীয় সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত নির্দেশনা।দলের হাই কমান্ড ভিপি আয়নুল ভাইকে  মনোনয়ন দিয়েছেন।এতে আমিও খুশি। তাই তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।মনোনয়ন পেয়ে মুঠোফোনে ভিপি আয়নুল হক মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে তার প্রতিক্রিয়ায় জানান,সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গা আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেয়ায় হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানসহ শ্রদ্ধা জানাই দলের হাই কমান্ড ও সিনিয়র নেতৃবৃন্দকে।আরও শ্রদ্ধা ও ভালোবাসা জানান নির্বাচনী এলাকার সহযোদ্ধা ও নেতা কর্মীদের প্রতি।যারা বিএনপির রাজনীতি করতে গিয়ে নির্যাতন,মামলা-হামলার শিকার হয়েছেন।পরিশেষে তিনি তার নির্বাচনী এলাকার সকল ভোটার ভাই-বোনদের ভালোবাসা ও ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর