শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় সিরাত সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনবোধ ছড়িয়ে দিতে “সিরাতের ছায়ায় জেগে উঠুক ঈমানের আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে সিরাত সেমিনার ২০২৫।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় উল্লাপাড়া উপজেলা পৌর ওলামা পরিষদের আয়োজনে, প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আনিসুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন রাশেদ মামুন।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা কাজি ফজলুল করিম (দা.বা.), শাইখুল হাদিস, নিসিন্দারা কারবালা মাদরাসা, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আলীম (দা.বা.), মুহাদ্দিস, লেখক ও গবেষক, ঢাকা।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিরাতের আলোচনার মাধ্যমে সমাজে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের আদর্শ প্রতিষ্ঠা করা সম্ভব। তরুণ প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা ও মহানবীর (সা.) জীবনাদর্শে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন আরও বিস্তৃত পরিসরে করা প্রয়োজন।
সেমিনারে উল্লাপাড়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর