মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে নমুনা শস্য কর্তন উদ্বোধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ৯:৩৩ অপরাহ্ণ

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে নমুনা শস্য আউশের নমুনা শস্য কর্তনের উদ্বোধনী করা হয়েছে।বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২০ সকালে সদরের কাশাদহ গ্রামে এ উদ্বোধন করা হয়।
এ সময়ে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন শাকিল। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিয়ারুল ইসলাম, ইসরাত জাহান ও ছরোয়ার হোসাইন।
উপজেলা কৃষি অফিস তথ্য মতে জানা যায়, নাগরপুর টাঙ্গাইলের প্রচেষ্টায়, আউশ আবাদের মাধ্যমে ২ ফসলি জমিকে ৩ ফসলি করা হয়েছে।
যে জমিতে আগে শুধু মাত্র বোরোধান ও আমন ধানের আবাদ হতো।
আজ সেখানে ভুট্টা, আউশ ধান, আমন ধানের আবাদ হচ্ছে।  কৃষক বুদ্ধু মিয়া জানান, আমি অসম্ভব খুশি, তার বক্তব্যে উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় আজ আমি ২ ফসলের যায়গায় ৩ টি ফসল পেয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এবছর নাগরপুরে প্রায় ১৬০ একর জমিতে আউশ আবাদ হয়েছে।আগামীতে এর আবাদ বৃদ্ধি করতে যাবতীয় পদক্ষেপ হাতে নিয়েছি, আউশ আবাদ আবাদ কৃষকের মুখে হাসি নিয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর